গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল হামলা,মানববন্ধন ও প্রতিবাদ সভা 315 0
গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল হামলা,মানববন্ধন ও প্রতিবাদ সভা
শেখ রাজীব হাসান, গাজীপুর
টঙ্গীর দক্ষিণ আউচপাড়া এলাকায় টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রাথী ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিনের বাসায় ককটেল হামলার ঘটনায় টঙ্গী পূর্ব থানার সামনে গতকাল রবিবার বিকেল ৫টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত শনিবার ভোরে দুটি মোটর সাইকেলযোগে দুর্বৃত্তরা এসে এ হামলার ঘটনা ঘটায়। তবে হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে শনিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ইলতুৎ মিশ, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক,ওসি (তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন, এসআই কায়সার আহমেদসহ একদল পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত জব্দ করেন। রোববার সকালে র্যাব-১এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করেন।
বাড়ির নৈশ্যপ্রহরী হামিদুর রহমান জানান, শনিবার ভোররাত ৪টা ৪২মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে যোগে চারজন দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আমরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। অন্যদিকে, টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রাথী এম এম নাসির উদ্দিনের বাসায়ও একইরাতে হামলা চালিয়ে ভাঙচুর ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
এব্যাপারে আওয়ামী লীগ নেতা এম এম হেলাল উদ্দিন বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে প্রতিপক্ষের লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে আমার ধারণা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, হেলাল উদ্দিনের বাড়িতে ককটেল হামলা পূর্বপরিকল্পিত। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।